চাঁদের আলো
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২৭-০৪-২০২৪

চাঁদের আলো
সাইয়িদ রফিকুল হক

ফুল-পাখিরা ঘুমায় ছিল
চাঁদটা ছিল জেগে,
ঘুমের ব্যাঘাত ঘটছে বলে
মাতাল গেল রেগে!
ভাবলো সে যে ক্রুদ্ধ হয়ে
‘মাল খেয়েছি সকালে’,
এখনও যে সকাল আছে
প্রাণ যাবে কি অকালে?
চাঁদের আলো ভাল্লাগেনা
মদমাতালের কাছে,
এমন পাগল এই দুনিয়ায়
আর যে কোথায় আছে!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।